বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ খ্রিঃ। ১৯৭৩ খ্রিঃ এটি সরকারিকরণ করা হয়। মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৪খ্রিঃ। ২৯ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে বিদ্যালয়টিতে ভবন ৩টি, শ্রেণিকক্ষের সংখ্যা ১৫টি, টয়লেট ৪টি, ডিপ টিউবওয়েল ১টি এবং ১৭ জন শিক্ষক আছে। বিদ্যালয়টিতে একটি পাঠাগারও রয়েছে। যার বইয়ের সংখ্যা ১৪৪১। বিদ্যালয়টির বর্তমান
ছাত্রসংখ্যা ১৬০৭। বিদ্যালয়ে একটি ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রোজেক্টর রয়েছে। এর সাহায্যে আধুনিক ও বিজ্ঞানসম্মত ভাবে
শ্রেণিতে পাঠদান করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের কুতুব আইল গ্রামে শিশু শিক্ষার ধারার নবজীবনের আর্শীবাদ স্বরূপ হাজী সাইজউদ্দীন মাদবরের দানকৃত ২৯ শতাংশ ভূমির উপর ১৯৪৮ সন থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ১৯৬৬ সনে বিদ্যালয়ের চৌচালা টিনের ঘরটি ঘুর্ণিঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ১৯৬৭ সনে বারান্দাসহ ৫ কামরা বিশিষ্ট একটি সুন্দর দালান নির্মিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সনে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন জনাব সুলতান উদ্দিন সরকার। পরবর্তীতে পর্যায়ক্রমে বিদ্যালয়টি থানা পর্যায়ে আদর্শ বিদ্যালয় এবং মডেল বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিদ্যালয়টি ‘‘কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’’ নামে পরিচিতি।
ক্রমিকনং | নাম | পদবী |
০১ | হাজী মোঃ নুরুল ইসলাম | সভাপতি |
০২ | ইমাম উদ্দিন আহ্মেদ | সহ সভাপতি |
০৩ | মোঃ আঃ মালেক মেম্বার | ইউ.পি মেম্বার |
০৪ | রোকসানা আক্তার | সদস্য |
০৫ | মোঃ শাহ আলম | সদস্য |
০৬ | এস.এম. মিজানুর রহমান | সদস্য |
০৭ | নারগিস আক্তার | সদস্য |
০৮ | রোমানা বেগম | সদস্য |
০৯ | রীনা আক্তার | সদস্য |
১০ | নিলুফা ইয়াসমিন | সদস্য |
১১ | হোসনে আরা তালুকদার | সদস্য |
১২ | মোঃ আলাউদ্দীন খান | সচিব |
সন | DRভুক্ত | অংশগ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | ১ম বিভাগ | ২য় বিভাগ | ৩য় বিভাগ | বৃত্তি প্রাপ্ত |
২০০৯ | ১০৯ | ১০৮ | ১০৬ | ৯৮% | ৯১ | ১৩ | ০২ | ০১ |
২০১০ | ১৬০ | ১৪৮ | ১৪৭ | ৯৯% | ৮৯ | ৫৩ | ০৫ | ০৪ |
সন | DRভুক্ত | অংশগ্রহণ | পাশের সংখ্যা | পাশের হার | A+ | A | A- | B | C | D | বৃত্তি প্রাপ্ত |
২০১১ | ১৪৩ | ১৩৬ | ১৩৬ | ১০০% | ৬ | ৫৩ | ২৮ | ২৯ | ১৯ | ০১ | ০১ |
২০১২ | ১৬৭ | ১৫৬ | ১৫৬ | ১০০% | ২৩ | ৫৯ | ৩৬ | ২৭ | ১১ | - | ০৩ |
১। মীনা দিবস উদ্যাপনঃ
ক) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০০ ৩য় স্থান
খ) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০২ ১ম স্থান
গ) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০৩ ১ম স্থান
ঘ) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০৫ ২য় স্থান
২। শিশু মেলা ও শিক্ষপোকরণ প্রদর্শনীঃ
ক) বিভাগীয় পর্যায়ে ১৯৯৬ ২য় স্থান
খ) জেলা পর্যায়ে ১৯৯৭ ৩য় স্থান
গ) থানা পর্যায়ে ২০০০ ১ম স্থান
৩। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসঃ
ক) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০০ ১ম স্থান
খ) জেলা পর্যায়ে উদ্যাপন ২০০৩ ১ম স্থান
এছাড়া, ২০০৪ ও ২০০৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।
১। একটি যুগোপযোগি ও মানসম্মত বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা।
২। ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে ৫ বছর পর্যন্ত বিদ্যালয়ে ধরে রাখা ও ঝরে পড়ার হার শূণ্যের কোঠায় নামিয়ে আনা।
কুতুব আইল (শিবু মার্কেট) , ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর , নারায়ণগঞ্জ।
ক্রমিক নং | নাম | অত্র বিদ্যালয়ে অধ্যয়ন কাল | বর্তমান অবস্থান |
০১ | মোঃ মনিরুল ইসলাম | ১৯৬৩ - ১৯৬৭ | অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি আদমজীনগর এম.ডব্লিউ কলেজ। |
০২ | মোঃ মোক্তার হোসেন | ১৯৮১ - ১৯৮৫ | সহকারি পরিচালক,র্যাবু ৯, সিলেট।
|
০৩ | ডাঃ শাহনাজ আক্তার নূপুর | ১৯৮৬ - ১৯৯০ | সহকারি রেজিস্টার, শিশু বিভাগ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস