Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ফতুল্লা ইউনিয়ন

 

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন ফতুল্লা ইউনিয়ন পরিষদ অত্র জেলার সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, সরকারী-বেসরকারী অফিস, সহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসাবে পরিচিতি লাভ করেছে।

আয়তন 3.61 র্বগমাইল মৌজা ১০ টি গ্রাম ১১ টি লোক সংখ্যা ১,১৭,৮৩৩ (ক) পুরুষ ৬৩,৯৫৫ (খ) মহিলা ৫৩,৮৭৮ (শিক্ষার হার) ৪৯% ভোটার সংখ্যা ৫১,০৫৯ (ক) পুরুষ ২৭,১১৫ (খ) মহিলা ২৩,৯৪৪ উচ্চ বিদ্যালয় ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬ টি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় ১ টি কিন্ডার গার্ডেন বিদ্যালয় ২১ টি মাদ্রাসা ১১ টি মসজিদ ৬২ টি এফ, ডব্লিউ, সি ১ টি কৃত্রিম প্রজনন কেন্দ্র ২ ‍টি কবর স্থান ৮ টি ক্লাব/সমিতি ১৯ টি খেলার মাঠ ১ টি  ৬ টি ইউনিয়ন ভূমি অফিস ১ টি ডাকঘর ৩ টি সিনেমা হল ১ টি বিদ্যুতায়িত গ্রাম ১১ টি জমির পরিমাণ ১৭৯১,১৬ একর (ক) আবাদি জমি ৫০ একর (খ) অনাবাদি ৩৫০ একর (গ) আবাসিক/শিল্প এলাকা ১৩৯১,১৬ একর ছোট বড় শিল্প কারখানা ১৭০ টি  ইট খোলা ৭ টি পেট্রেল পাম্প ১ টি সি, এন, জি পাম্প ২ টি সাব রেজিষ্টার অফিস ১ টি থানা ১ টি উপজেলা পরিষদ কমপ্লেকস ১ টি জেলা কারাগার ১ টি জেলা জজ আদালত ১ টি জেলা প্রশাসক এ কার্যালয় ১ টি জেলা পুলিশ সুপারের কার্যালয় ১ টি সিভিল র্সাজন কার্যালয় ১ টি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ১ টি জেলা পরিষদ কার্যালয় ১ টি এল, জি ই, ডি অফিস ১ টি গণর্পূত অফিস ১ টি বিদ্যুৎ উপকেন্দ্র ১ টি রেল ষ্টেশন ১ টি হাট বাজার সরকারী ১ টি হাট বাজার বে-সরকারী ৬ টি জেলা পশু সম্পদ অফিস ১ টি রাস্তার সংখ্যা (ক) সড়ক ও জনপথ ২ টি (খ) জেলা পরিষদ ৬ টি (গ) এল, জি ই, ডি ৮ টি (ঘ) ইউনিয়ন পরিষদ ২৫২ টি এল, জি, ই, ডি গোডাউন ১ টি